অনলাইন প্রতিবেদক, ১৭ সেপ্টেম্বর ২০১৩, সিউল:
কোরিয়ায় বসবাসরত চট্রগ্রামের অধিবাসীদের নিয়ে একটি সংগঠন গঠন করার লক্ষ্যে মুক্ত আলোচনার আহবান জানানো হয়েছে। আগামী শুক্রবার সিউলের ইথেউওন মসজিদের কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্টিত হবে।
মূলত কোরিয়ায় বসবাসরত চট্রগ্রামের অধিবাসীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি অরাজনৈতিক সংগঠন করাই হবে আলোচনা সভার মূল লক্ষ্য। বিকাল ৩ টায় মুক্ত আলোচনা শুরু হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হবে।
আলোচনা শেষে সান্ধ্যভোজনের মাধ্যমে অনুষ্টানটি শেষ হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উক্ত মুক্ত আলোচনায় অংশ নিতে ইচ্ছুক সবাইকে আহবায়ক সুফিয়ান সিকদারের (০১০-২৪৪৩-৪২১১) সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।