Search
Close this search box.
Search
Close this search box.
south-korea
কঠোর প্রহরাবেষ্টিত দুই কোরিয়ার অভিন্ন সীমান্তে

দক্ষিণ কোরিয়ায় যুদ্ধের মহড়া চালাতে গিয়ে এক সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে। কামান যুদ্ধের মহড়া চালানোর সময় দুই কোরিয়ার অভিন্ন সীমান্তের কাছে হতাহতের এ ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার চারওন সীমান্ত শহরের কাছে এ ঘটনা ঘটেছে। ‘অসামরিক এলাকা’ নামে পরিচিত দুই কোরিয়ার কঠোর প্রহরাবেষ্টিত অভিন্ন সীমান্তের কাছেই অবস্থিত শহরটি।

chardike-ad

মহড়া চলাকালে এক বিস্ফোরণে কয়েকজন সেনা আহত হয় বলে দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তা নিশ্চিত করেন। হাসপাতালে নেয়ার পর আহত সেনাদের একজন মারা যায়।

যুদ্ধের অনুশীলন চালানোর সময়ে স্ব-চালিত কে-৯ থান্ডার হাউইটজার কামানে আগুন ধরে যায়। কামান পরিচালনায় নিয়োজিত সেনার এতে আহত হয়।

আমেরিকার সঙ্গে যখন উলচি ফ্রিডম গার্ডিয়ান নামে পরিচিত বার্ষিক সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া তখন এ ঘটনা ঘটল। চলতি মাসের ২১ তারিখে এ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে।