মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছেন- উত্তর কোরিয়া জানে যে, জাপানের ওপর হামলার মানে আমেরিকার ওপর হামলা করা। জাপানের সেল্ফ-ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল কাৎসুতোশি কাওয়ানোর সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।
উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকার তীব্র সামরিক উত্তেজনা চলছে তখন কোরিয় উপদ্বীপ এবং ওই অঞ্চলের কয়েকটি দেশ সফর করছেন ডানফোর্ড। সফরের শেষ পর্যায়ে তিনি জাপানে যান। এর আগে তিনি দক্ষিণ কোরিয়া ও চীন সফর করেন।
জেনারেল ডানফোর্ড বলেন, “আমি মনে করি, উত্তর কোরিয়াসহ যেকোনো দেশকে আমরা পরিষ্কার বার্তা দিতে সক্ষম হয়েছি যে, আমাদের যেকোনো দেশের ওপর হামলার অর্থ হচ্ছে দু দেশের ওপর হামলা চালানো এবং তা মোকাবেলা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বৈঠকে তিনি জাপানের নিরাপত্তার জন্য মার্কিন সমর্থনের বিষয়টি আবারো নিশ্চিত করেন। আজ (শুক্রবার) আলাদা বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে ডানফোর্ড বলেন, দু দেশের সামরিক সম্পর্ক পাথরের মতো শক্ত।