Search
Close this search box.
Search
Close this search box.

malaysia-bangla-marketমালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটে পুলিশি অভিযানে বিপুল সংখ্যক বাংলাদেশি আটক করা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। এরই অংশ হিসেবে কোতারায়া বাংলা মার্কেটে ইমিগ্রেশন, পুলিশ, রেলা ও ডিবি কেএল এর যৌথ অভিযানে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

chardike-ad

শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রায় আড়াই ঘণ্টার এই অভিযানে নারীসহ ব্যাপক বাংলাদেশি আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কতজন নারী ও কতজন পুরুষ এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

malaysia-bangla-marketধারণা করা হচ্ছে, পাঁচশতাধিক এর মধ্যে বাংলাদেশি পুরুষ ও নারীসহ চারশতাধিক হতে পারে। এ অভিযানে কোতারায়া বাংলা মার্কেটের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।