শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রংপুর সিএমএইচে ভর্তি করা হয়েছে বীরপ্রতীক তারামন বিবিকে। ০৪ আগস্ট শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সহায়তায় দুপুর ১২টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘কয়েক দিন আগে হঠাৎ তারামন বিবির শ্বাসকষ্ট বেড়ে যায়। এর ফলে অক্সিজেন ও নেবুলাইজার দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।’
তারামন বিবির ছেলে আবু তাহের জানান, ‘০৩ আগস্ট বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে নেওয়ার পরামর্শ দেন রাজীবপুর হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন। আজ (শুক্রবার) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি কিছুটা সুস্থ আছেন। ডাক্তার বলেছেন সাত দিন তাকে হাসপাতালে থাকতে হবে।’
হাসপাতালে তারামন বিবি গণমাধ্যমকেকে বলেন, ‘শরীর খুব খারাপ। গলা বইসা গেছে। চলতে পারি না। নিশ্বাস বন্ধ হইয়া আসে। দোয়া করতে বইলো।’
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফাউজুল কবীর বলেন, ‘বীর প্রতীক তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা প্রশাসক স্যারের সঙ্গে পরামর্শ করে স্পিডবোটে কুড়িগ্রাম পাঠানো হয়। সেখান থেকে ডিসি স্যার গাড়িতে করে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠান।’
মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের জন্য রান্না ও অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ এবং সম্মুখযুদ্ধে হানাদারদের বিরুদ্ধে অস্ত্র হাতে অসীম সাহসের পরিচয় দিয়ে বীর প্রতীক খেতাব পান তিনি।