জাপানে পর্যটকদের অন্যতম আগ্রহের কেন্দ্র সুকিজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাপানের প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। টুনা নিলামে তোলার জায়গাসহ পর্যটকদের স্থানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

sukiji৮০ বছরের পুরোনো এই বাজারটি বিশ্বের বৃহত্তম মাছের বাজার। এটি মূলত টুনার নিলামের জন্য বিখ্যাত। দেশের বড় বড় রেস্টুরেন্টগুলোতে জাপানের ঐতিহ্যবাতী খাবার সুশি তৈরির জন্য এই বাজার থেকেই টুনা সরবরাহ করা হয়।

chardike-ad

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কয়েকটি কাঠের বাড়িতে আগুন লাগায় সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বিবিসি