uae-womenসংযুক্ত আরব আমিরাতে জনসংখ্যা দাঁড়িয়েছে ৯১ লাখ ২১ হাজার ১৬৭ জনে। ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক তথ্যের ভিত্তিতে দেশটির ফেডারেল কমপিটিটিভনেস অ্যান্ড স্ট্যাটিসটিকস কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে।

মোট জনংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৬২ লাখ ৯৮ হাজার ২৯৪, নারীর সংখ্যা ২৮ লাখ ২২ হাজার ৮৭৩। অর্থাৎ মোট জনসংখ্যার ৬৯ শতাংশ পুরুষ ও ৩১ শতাংশ নারী।

chardike-ad

গবেষণা, পরিকল্পনা, সিদ্ধান্ত নেয়া এবং নীতি নির্ধারণের মতো নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য জনসংখ্যার তথ্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আমিরাতের জনসংখ্যা সম্পর্কে এখন আনুষ্ঠানিক তথ্য থাকার কারণে এটি এখন আন্তর্জাতিক নানা সংস্থাসহ বেসরকারিতে খাতে কাজে আসবে।