Verona-Collectionআমেরিকার মুসলিম নারীদের জন্য ইসলামি ভাবধারার কোনো পোশাকের দোকান ছিল না। মুসলিম নারীদের দীর্ঘ দিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন আমেরিকার ৩০ বছর বয়সী মুসলিম নারী ডিজাইনার লিসা ভোগেল।

লিসা ভোগেল জানান, ২০১৩ সাল থেকে তিনি মুসলিম নারীদের জন্য ইসলামি পোশাক উৎপাদন শুরু করেন। এবং ২০১১ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই আমেরিকায় ইসলামি পোশাকের দোকানের প্রয়োজনীয়তা অনুভব করেন।

chardike-ad

অবশেষে আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত অরল্যান্ডো শপিং সেন্টারে ‘ভেরোনা কালেকশন’ নামে মুসলিম মহিলাদের জন্য একটি ইসলামি পোশাকের দোকানের উদ্বোধন করেন। শুধু তাই নয় তিনি (লিসা ভোগেল) ভবিষ্যতে লন্ডন ও প্যারিসে ইসলামি পোশাকের দোকান খোলার লক্ষ্যে কাজ করে চলেছেন।

লিসা ভোগেল তার দোকানের নামে ওয়েবসাইট (www.verona-collection.com) তৈরি করেছেন। ভেরোনা কালেকশন থেকে অনলাইনের মাধ্যমে পছন্দনীয় পোশাক কেনাকাটার ব্যবস্থা রয়েছে।

আমেরিকার এ নব মুসলিম নারী ডিজাইনার (লিসা ভোগেল) ইসলামি পোশাকের দোকান ‘ভেরোনা কালেকশন’-এর জন্য প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলা তার এ উত্তম কাজের উপযুক্ত প্রতিদান দান করুন। আমিন।