Search
Close this search box.
Search
Close this search box.

khaled-mahmudগুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। তিনি ইউনাইটেড হাসপাতালের (আইসিইউতে) চিকিৎসাধীন আছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন খালেদ মাহমুদ। প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

chardike-ad

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, খালেদ মাহমুদের অবস্থা সংকটজনক। তিনি সেমি কোমা অবস্থায় আছেন। আজ রাতে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সকালের মধ্যে অবস্থার উন্নতি না হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।