anwaraঅভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করে এখন হাসপাতালে। তার চিকিৎসায় অনেক টাকা দরকার। এজন্য বিভিন্ন প্রযোজকসহ আরো যাদের কাছে টাকা পাওনা আছে, সেগুলো পরিশোধের অনুরোধ জানিয়েছেন আনোয়ারা।

জানা গেছে, গত ১৩ জুলাই মহিতুল ইসলাম স্ট্রোক করেন। এরপর তাকে রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ওই দিন থেকেই স্বামীর পাশেই রয়েছেন আনোয়ারা। স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে।

chardike-ad

আনোয়ারা যাদের কাছে তার কাজের টাকা পান সে টাকা পেলেও আপাতত তিনি তার বিপদ কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন।

আনোয়ারা বলেন, বেশ কয়েকজন প্রযোজকের কাছে টাকা পাই। আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন। সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না। আমার এখন বিপদ। সাহায্য নয়, পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসায় ব্যয় করতে পারব। তাই যে প্রযোজকদের কাছে টাকা পাই তা দিতে অনুরোধ জানাচ্ছি।