Search
Close this search box.
Search
Close this search box.

nokia-8সদ্য আন্ড্রয়েড মোবাইল সেট বাজারে আনতে শুরু করেছে নোকিয়া। নোকিয়া ৩, ৪, ৫, ৬ সবক’টি মডেলই মিলছে বাজারে। নোকিয়া অ্যান্ড্রয়েড নিয়ে উচ্ছ্বসিত গ্রাহকরাও। ইতোমধ্যে নোকিয়ার এসব হ্যান্ডসেট ব্যবহারকারীদের মন জিতে নিয়েছে। এবার অ্যাপল ও স্যামসংয়ের সঙ্গে পাল্লা দিয়ে নোকিয়া বাজারে নিয়ে আসছে তাদের সবচেয়ে দামি স্মার্টফোন নোকিয়া-৮।

চলতি মাসের শেষের দিকে বাজারে আসবে নোকিয়া-৮। ৩১ জুলাই থেকে অনলাইনে মিলতে পারে নোকিয়ার এই নতুন মডেল। মনে করা হচ্ছে, নতুন এই ফোনের দাম হতে পারে ৫৪ হাজার টাকা।

chardike-ad

চারটি কালারে আসবে নোকিয়া-৮ ফোন। এই ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। এছারা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম। যুক্তরাজ্যের বাজারে ডুয়েল সিম কার্ডের সংস্করণে আসলেও এই ফোনের সিঙ্গেল সিম সংস্করণও থাকবে। নীল, স্টিল, গোল্ড ব্লু, গোল্ড কপার, এই ৪টি রঙে পাওয়া যাবে নোকিয়া-৮।