আমেরিকার একটি সামরিক কেসি-১৩০ বিমান বিধ্বস্ত হয়ে ১৬ আরোহী নিহত হয়েছে। নিহতরা সবাই মার্কিন মেরিন কোরের সদস্য। বিমানটি মিসিসিপি অঙ্গরাজ্যের লেফ্লোর কাউন্টির একটি সয়াবিন ক্ষেতে বিধ্বস্ত হয়।
বিমান দুর্ঘটনার পরপরই মার্কিন মেরিন কোর এক টুইটার বার্তায় এর সত্যতা স্বীকার করে বলেছে, বিস্তারিত পরে জানানো হবে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল (সোমবার) বিকেলে। একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা ঘটনাস্থল থেকে ১২টি লাশ উদ্ধার করেছে।
কাউন্টির এক কর্মকর্তা বলেছেন, বিমান দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হয় নি বলে তিনি মনে করছেন। মার্কিন মেরিন কোরের মুখপাত্র ক্রিস্টাইন রাসিসকোট এ ঘটনার খবর নিশ্চিত করেছেন তবে তিনি বিস্তারিত কিছু জানান নি। কেসি-১৩০ বিমান হচ্ছে বিখ্যাত লকহিড মার্টিন কোম্পানির তৈরি সি-১৩০ হারকিউলেস বিমানের বর্ধিত ও আধুনিক সংস্করণ যা আকাশে বিমানের জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার করা হয়।