yunusশান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ফ্রান্সের প্যারিস নগরীর পক্ষ থেকে ‘সম্মানসূচক নাগরিকত্ব’ দেওয়া হয়েছে। গত ৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিস নগরীর আইন প্রণয়ন সংস্থা-প্যারিস কাউন্সিল ড. ইউনূসকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ওইদিন প্যারিসের মেয়র অ্যান হিদালগোর প্রস্তাবে প্যারিস কাউন্সিল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও দায়িত্বশীল সমাজ গঠনে প্রফেসর ইউনূসের অসামান্য অবদানের কারণে তাকে এ সম্মাননা দেওয়ায় সিদ্ধান্ত নেয়।

chardike-ad

এর আগে নগরীর ঐতিহাসিক ল্য ক্যানঅকে ‘সামাজিক ব্যবসা ভবন’ হিসেবে ঘোষণা অনুষ্ঠানে মেয়র অ্যান হিদালগো ড. ইউনূসকে আমন্ত্রণ জানান। এই ভবনে তিনি ‘ইউনূস সেন্টার প্যারিস’ স্থাপনের আমন্ত্রণ জানান।

এদিকে, ইউনূস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সম্মাননা, রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নয়।

এ ক্ষেত্রে ১৯৭৬ সালে ড. ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষকে স্বাবলম্বী ও দারিদ্র্যমুক্ত করে তোলার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।