tamimদ্বিতীয়বারের মত ইংলিশ কাউন্টি খেলতে শুক্রবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে এসেক্স ঈগলসের হয়ে খেলবেন তামিম। ৬ বছর আগে তিনি নটিংহ্যামশায়ারের হয়ে প্রথমবারের মত ইংলিশ কাউন্টিতে খেলেছিলেন।

এদিকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে অংশ নিতে উচ্ছ্বাসিত বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। দেশ ছাড়ার আগে এসেক্সের হয়ে ভালো খেলার কথা জানিয়ে দেশসেরা ওপেনার বলেন, “আমি এর আগেও কাউন্টি ক্রিকেট খেলেছি এবং কাউন্টি ক্রিকেট খেলা যে কোন ক্রিকেটারই স্বপ্ন। আমার বিশ্বাস এসেক্সের হয়ে খেলা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে এবং সেটি আমার ব্যাটিংয়েও কাজে দিবে।”

chardike-ad

এদিকে তামিমের এই লিগটি পুরো খেলা বেশ কঠিন হয়ে যাচ্ছে। কেননা আগামী মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ। এরপরেই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। ওখান থেকে ফিরে এক সপ্তাহও বিশ্রাম পাবেন না টাইগাররা, খেলতে হবে বিপিএল।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর তামিমকে প্রস্তাব দেয় কাউন্টি ক্রিকেটের দল এসেক্স। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। সেবার নটিংহ্যাম্পশায়ারের হয়ে সুযোগ পেয়েছিলেন মাত্র ৫ ম্যাচ খেলার।