lgচলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট এলজি’র মুনাফা বেড়েছে। শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে গতবছরের একই সময়ের তুলনায় এ বছর মুনাফা বেড়েছে ১৪ শতাংশ। তবে বছর ব্যবধানে মুনাফা বাড়লেও আলোচ্য প্রান্তিকের লক্ষ্যমাত্রার তুলনায় তা কম হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

কোম্পানিটি বলেছে, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ৫৭ কোটি ৪৫ লাখ ডলার মুনাফা হয়। তবে এই সময় কোম্পানিটির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৬৫ কোটি ৭৮ লাখ ডলার।

chardike-ad

আলোচ্য সময়ে কোম্পানিটির মোট আয়ও গত বছরের একই সময়ে তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেড়ছে।