চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট এলজি’র মুনাফা বেড়েছে। শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে গতবছরের একই সময়ের তুলনায় এ বছর মুনাফা বেড়েছে ১৪ শতাংশ। তবে বছর ব্যবধানে মুনাফা বাড়লেও আলোচ্য প্রান্তিকের লক্ষ্যমাত্রার তুলনায় তা কম হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
কোম্পানিটি বলেছে, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ৫৭ কোটি ৪৫ লাখ ডলার মুনাফা হয়। তবে এই সময় কোম্পানিটির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৬৫ কোটি ৭৮ লাখ ডলার।
আলোচ্য সময়ে কোম্পানিটির মোট আয়ও গত বছরের একই সময়ে তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেড়ছে।