রাশিয়া বলেছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে কোনো নতুন নিষেধাজ্ঞা আরোপ বা সামরিক পদক্ষেপ গ্রহণ করার বিরোধিতা করবে মস্কো।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপ রাষ্ট্রদূত ভ্লাদিমির সাফরোনকভ এ কথা বলেছেন। তিনি বলেন, এটি অত্যন্ত পরিষ্কার যে উত্তর কোরিয়া সংকট সামরিক ভাবে সমাধানকে ন্যায় সঙ্গত প্রমাণের চেষ্টা করা হলে তা মেনে নেয়া হবে না। এ ধরণের পদক্ষেপ গোটা অঞ্চলের জন্য অকল্পনীয় ফলাফল বয়ে আনবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পাশাপাশি উত্তর কোরিয়াকে অর্থনৈতিক ভাবে দমবন্ধ করে দেয়ার কোনো চেষ্টা রাশিয়া মেনে নেবে না বলেও জানান তিনি। তিনি বলেন, উত্তর কোরিয়ার লাখ লাখ মানুষের বৃহত্তর মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। জাতিসংঘকে এ ক্ষেত্রে ভূমিকা পালন করার এবং মানবিক তৎপরতাকে দলাদলি মুক্ত রাখার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ধারাবাহিকতায় এ বৈঠক আহ্বান করেছে আমেরিকা।