biman-bangladeshএবার দেশের ভেতরেও বিমান ভ্রমণে যাত্রীদেরকে ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। তবে বিমানে ওঠার আগে বিমানবন্দরে এ পরিচয়পত্র দেখাতে হবে। সম্প্রতি এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের আগে যাত্রীদের চেক ইন কাউন্টারে এয়ারলাইন্সের টিকিটের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। এ ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রদত্ত পরিচয়পত্র, চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রের পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে। চেক ইন কাউন্টারে যাত্রীর টিকিটে উল্লিখিত নামের সঙ্গে পরিচয়পত্র মিলিয়ে বোর্ডিং কার্ড ইস্যু করা হবে।

chardike-ad