এ বছরেই নতুন আইফোন হিসেবে ‘৮’ দেখা যেতে পারে। কিন্তু বাজারে আইফোনকে টেক্কা দিতে দেখা মিলতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮।
প্রযুক্তি বিশ্বে ইতিমধ্যে অ্যাপলের আইফোন ৮ ও স্যামসাংয়ের নোট ৮ নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, নতুন আইফোন বাজারে আসার আগেই নোট ৮ বাজারে ছাড়বে স্যামসাং। অর্থাৎ সেপ্টেম্বরে আইফোন ৮ বাজারে ছাড়া হলে আগস্টেই বাজারে আসবে গ্যালাক্সি নোট ৮।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে আইফোন ৮ বাজারে আসার আগে কৌশলগত কারণে এগিয়ে থাকতে নোট-৮ বাজারে ছাড়তে পারে স্যামসাং।
গত বছরে নোট ৭ নিয়ে দুর্দশায় পড়তে হয়েছিল স্যামসাংকে। ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বিশ্বজুড়ে নোট ৭ বাজার থেকে সরিয়ে নিয়েছিল প্রতিষ্ঠানটি। অনেকেই ধারণা করেছিলেন, নোট সিরিজটি বাতিল করে দেবে স্যামসাং কর্তৃপক্ষ। তবে, নতুন আইফোনকে ঠেকাতে জনপ্রিয় ওই সিরিজটিকে আবারও সামনে আনতে যাচ্ছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
গ্যালাক্সি নোট ৮-এ কী থাকবে? কোরিয়া হেরাল্ডের তথ্য অনুযায়ী, স্মার্টফোনটির পেছনে ডুয়েল লেন্সের ক্যামেরা থাকবে, যা আইফোন ৮-এর চেয়ে গ্যালাক্সি নোট ৮-কে এগিয়ে রাখবে। ধারণা করা হচ্ছে, এবার আইফোন ৮-এর পেছনে ডুয়েল ক্যামেরা থাকতে পারে।
এবারের নতুন স্মার্টফোন ঘিরে ব্যাপক নিরাপত্তা কর্মসূচি নিয়েছে স্যামসাং। নোট ৭-এর অভিজ্ঞতা এবার কাজে লাগিয়ে উন্নত ব্যাটারির পাশাপাশি নানা নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে স্যামসাং। এর নিরাপত্তা হিসেবে ‘৮ পয়েন্ট প্রসেস’ গ্রহণ করেছে। অর্থাৎ ৮ স্তরের নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যাবে নোট ৮। গ্যালাক্সি সিরিজের এস ৮-এর ক্ষেত্রেও এ কর্মসূচি চালু করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
এদিকে আইফোন ৮ বাজারে ছাড়া নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছে। তবে সবার ধারণা, সেপ্টেম্বরেই আসবে নতুন আইফোন। আইড্রপ নিউজের এক প্রতিবেদনে বেঞ্জামিন গেসকিন নামের এক ব্যক্তি দাবি করেন, আইফোন ৮-এর আকার আইফোন ৭-এর চেয়ে বড় হবে। বেঞ্জামিন নিয়মিতই তাঁর টুইটার অ্যাকাউন্টে আইফোন ৮-এর বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। তাঁর দাবি অনুযায়ী, আইফোন ৮-এর পরিমাপ হবে ১৪৩.৫৯×বাই ৭০.৯৪ বাই×৭.৫৭ মিলিমিটার। যেখানে আইফোন ৭-এর পরিমাপ হচ্ছে ১৩৮.৩×বাই ৬৭.১×বাই ৭.১ মিলিমিটার। অন্যদিকে আইফোন ৭ প্লাসের পরিমাপ হচ্ছে ১৫৮.২×বাই ৭৭.৯×বাই ৭.৩ মিলিমিটার। এই স্মার্টফোনের পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা। এজ টু এজ পর্দা হবে আইফোন ৮-এর, এমনটা বলেছেন বেঞ্জামিন গেসকিন। তবে গ্যালাক্সি ৮ প্লাস কিংবা গ্যালাক্সি ৮-এর চেয়ে আইফোন ৮-এর পর্দা ছোট হবে। আইফোন ৮-এ ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি যোগ করা নিয়ে বেশ কিছুদিন ধরে গুজব চলছে। বেঞ্জামিনের মতে, এই ফোনের পেছনে থাকা অ্যাপলের লোগোতে থাকতে পারে এই প্রযুক্তি।