কুয়েতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সোসাইটির (বাদেশিক) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) কুয়েতের খাইতান প্লেইস হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সংগঠক মো. জিন্নাহ খাঁনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কুয়েতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব দূতাবাস প্রধান মোহাম্মদ আনিছুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান, প্রকোশলী ফখরুল ইসলাম ফারুক, ইঞ্জিনিয়ার মোশাহিদ, আওয়ামী লীগ নেতা ও সংগঠক আতাউল গনি মামুন, বিশিষ্ট সংগঠক শাহনেওয়াজ নজরুল, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মাওলা, সিলেট বিভাগীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আহাদ, জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা হাজী মাহমুদ আলী, আ. কাদের মোল্লা, আকবর হোসেন প্রমুখ।
এছাড়া প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে উপস্থিত ছিলেন। সবশেষে মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।