Search
Close this search box.
Search
Close this search box.

malyesian-loverএবার প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন মালয়েশিয়ান এক নারী। ইসহারি নামে মালয়েশিয়ান ওই নারী বাংলাদেশে এসে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের প্রেমিক জহুরুল ইসলামের বাড়িতে উঠেছেন। জহুরুল ওই নারীকে বন্ধু বলে দাবি করলেও ইসহারি জানান, জহুরুল তার স্বামী।

এদিকে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ওই মালয়েশিয়ান নারীকে দেখতে জহুরুলের বাড়িতে ভিড় করছেন।

chardike-ad

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে জহুরুল ইসলাম (২৫) চার বছর আগে মালয়েশিয়ায় যান। মাসখানেক আগে তিনি দেশে ফিরে আসেন। এরপর ২৭ মে তার বাড়িতে মালয়েশিয়া থেকে ছুটে আসেন চল্লিশোর্ধ্ব এক নারী।

শুক্রবার জহুরুলের বাড়িতে গিয়ে জানা যায়, ওই নারীর নাম ইসহারি। তিনি মালয়েশিয়ার ইপে এলাকার সুন্দরামের মেয়ে।

ইসহারি জানান, একই এলাকায় কাজের সুবাদে জহুরুলের সঙ্গে তার পরিচয় হয়। বছরখানেক আগে তারা বিয়ে করেন। এরই মধ্যে মাসখানেক আগে তাকে না জানিয়ে গোপনে বাংলাদেশে চলে আসেন তার স্বামী জহুরুল।

তবে জহুরুল বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, ইসহারি আমার বন্ধু। তার সঙ্গে আমার বিয়ে হয়নি।