koreaএক অজ্ঞাত বস্তুর উপস্থিতির কারণে কোরীয় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া থেকে একটি অজ্ঞাত বস্তু উড়ে আসার কারণে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অজ্ঞাত বস্তুটি লক্ষ্য করে অন্তত ৯০ দফা গুলি ছোড়া হয়েছে।

অবশ্য এর কিছু সময় পরই রাডারের স্ক্রিন থেকে বস্তুটি উধাও হয়ে যায় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
অজ্ঞাত বস্তুটি আসলে কী ছিল তা এখনও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কাছে স্পষ্ট নয়। তবে এটি ড্রোন হতে পারে বলে তাদের কেউ কেউ ধারণা করছে এবং বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

chardike-ad

বলা হচ্ছে, দুই কোরিয়ার সীমান্তে যে পরিমাণ অস্ত্র মোতায়েন রয়েছে তা নজিরবিহীন এবং বিশ্বের আর কোনো সীমান্তে এত বেশি পরিমাণ অস্ত্র মোতায়েন নেই।