জনপ্রতিনিধিরা জনগণের সেবা করবেন এটাই স্বাভাবিক। কিন্তু জনগণের চলার জন্য মাটির ঝুড়ি মাথায় নিয়ে রাস্তা করে দিবেন এমনটি সচারচার দেখা যায় না। এবার এমন ঘটনার জন্ম দিলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দার।
তার মতে কাজ করলে মান যায় না, বরং মান আরও বাড়ে। এ জন্যই মাটির ঝুড়ি মাথায় তুলে নেন তিনি।
জগলুল হায়দার শুধু রাস্তা মেরামতের মধ্যেই সীমাবদ্ধ নেই। বৃষ্টিতে কোনো ড্রেনে পানি জমে গেলে নিজেই পরিষ্কার করার জন্য মাঠে নেমে যান। আর এই কাজটি করতে খুবই আনন্দ উপভোগ করেন তিনি।
এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি কাজ করছি। যেখানে নদী ভাঙ্গন সেখানেই আমি। যেখানে ৪০ দিনে কর্মসূচি সেখানেই আমি। আর আমি এ কাজ করতে পছন্দ করি।
তিনি বলেন, সবাই যদি যার যার জায়গা থেকে এগিয়ে আসেন, তাহলে একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।