আগামীকাল শুক্রবার কোরিয়ান সময় সকাল ১১টায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হের অভিশংসনের রায় ঘোষণা করা হবে। অভিশংসনের জন্য গঠিত কোর্ট এই রায় ঘোষণা করবে।
খুব দ্রুত সময়েই এই রায় ঘোষণা করা হচ্ছে। সংবাদ মাধ্যমগুলোতে আগামীকাল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করা হচ্ছে। আটজন বিচারকের ছয়জন বিচারক একমত হলেই কেবল অভিসংশন করা হবে।
প্রেসিডেন্টকে অভিসংশন করা হলে সংবিধান অনুযায়ী দুই মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে। সে হিসেবে প্রেসিডেন্ট পার্কের বিপক্ষে রায় গেলে মে মাসের শুরুতে নির্বাচনের সম্ভাবনা রয়েছে।