Search
Close this search box.
Search
Close this search box.

Hyundai-Car-Pictures-1

তিনটি নতুন সেগমেন্টে বাজারে গাড়ি আনার পরিকল্পনা করছে হুন্দাই মোটর ইন্ডিয়া লিমিটেড (এইচএমআইএল)। একই সঙ্গে চলতি বছর দুই অংকের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। কোম্পানিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর দ্য হিন্দু।

chardike-ad

এইচএমআইএলের ব্যবস্থাপনা পরিচালক ওয়াই.কে. কু বলেন, তিনটি নতুন সেগমেন্টে বাজারে গাড়ি আনা হবে। এগুলো হলো— ফ্যামিলি কার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ও হাইব্রিড কার।

প্রতি বছর অন্তত দুটি নতুন গাড়ি বাজারে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এইচএমআইএল। এরই অংশ হিসেবে কোম্পানিটি ভারতের বাজারে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আগামী চার বছরের (২০১৭-২০২০) মধ্যে ১০টি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে।

আগামী বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘অটো এক্সপো ২০১৮’তে হুন্দাইয়ের আয়োনিক হাইব্রিড মডেল ও ভবিষ্যতে যেসব মডেলের গাড়ি বাজারে আনা হবে, সেসব নির্ধারিত মডেলের গাড়ি প্রদর্শন করা হবে। এছাড়া আগামী বছরের মধ্যবর্তী সময়ে ফ্যামিলি কনসেপ্ট কার প্রদর্শন

করা হবে। ২০১৯ সালে কোম্পানিটি এসইউভি গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে।

বিশ্বব্যাপী হুন্দাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হলো ভারত। চীন ও যুক্তরাষ্ট্রের পর হুন্দাই মোটরের তৃতীয় বৃহত্তম বাজার ভারত। গত বছর হুন্দাই মোটরে এইচএমআইএলের অবদান ছিল ১৩ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে তা ১৫ শতাংশে উন্নীত হয়েছে। চলতি বছর এইচএমআইএল ১৭ থেকে ১৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পরিকল্পনা করছে।