দুর্নীতি তদন্তে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট পার্ককে ফেব্রুয়ারির শুরুতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দেশটির বিশেষ কৌঁসুলি অফিস গতকাল তাদের এ পরিকল্পনার কথা জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে বিশেষ কৌঁসুলিদের মুখপাত্র লি বলেন, কৌঁসুলিরা আশা করছেন, পার্ক জিজ্ঞাসাবাদে রাজি হবেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তার দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যদিও প্রেসিডেন্ট হিসেবে পার্ক কোনো ধরনের বিচারের মুখোমুখি হতে বাধ্য নন। তবে পার্ক জিজ্ঞাসাবাদে সম্মত আছেন বলে এর আগে বিশেষ কৌঁসুলিদের জানিয়েছিলেন তিনি। তার দাবি, তিনি কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত নন।
প্রেসিডেন্ট পার্কের অভিশংসনের বিষয়টি বর্তমানে দেশটির সাংবিধানিক আদালতের বিচারাধীন। আদালত সিদ্ধান্ত নেবেন, পার্লামেন্টের অভিশংসনের বিষয়টি বজায় থাকবে, নাকি তা প্রত্যাহার করা হবে। পার্কের অভিশংসনের বিষয়টি যদি সাংবিধানিক আদালতে বজায় থাকে, তাহলে ১৮০ দিনের মধ্যে দেশটিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।