Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় নিশান, বিএমডব্লিউ ও পোর্শের ১০টি মডেলের গাড়ি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কোম্পানিগুলো গাড়ির মান সনদে কারসাজি করায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর রয়টার্স।

দক্ষিণ কোরীয় সরকারের তদন্তে ভক্সওয়াগনের পাশাপাশি অন্যান্য বিদেশী নির্মাতা কোম্পানিগুলোর গাড়িতে কার্বন নিগর্মন ও শব্দস্তর পরীক্ষায় কারসাজির তথ্য উঠে এসেছে। এসব কারণে গত বছর আগস্টে দেশটি ১০টি মডেলের গাড়ি বিক্রি বন্ধের ঘোষণা দেয়।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার পরিবেশমন্ত্রী সোমবার জানান, ডিসেম্বর থেকে দেশটিতে নয়টি মডেলের গাড়ি বিক্রি নিষিদ্ধ রয়েছে। এছাড়া গত বছরের জুন থেকে নিশানের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) কাসকাই বিক্রি নিষিদ্ধ রয়েছে। তিনি আরো বলেন, এরই মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৪ হাজার ৫২৩টি ত্রুটিযুক্ত গাড়ি বিক্রি করায় কোম্পানিগুলোর স্থানীয় ইউনিটগুলোকে সম্মিলিতভাবে ৫৯ লাখ ডলার জরিমানা করা হয়েছে।