Search
Close this search box.
Search
Close this search box.

journalist

২০১৬ সালে ৯৩ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।সংস্থাটির ভাষ্য মতে, এ সব গণমাধ্যমকর্মী ও সাংবাদিকরা  বোমা হামলা বা ক্রসফায়ারের মাধ্যমে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন। তবে এ বছর বিমান দুর্ঘটনায় আরো ২৯ জন নিহত হয়েছেন।

chardike-ad

শুক্রবার (৩০ ডিসেম্বর) আইএফজে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৫ সালের  ১১২ জন নিহত হন কিন্তু এ বছরনিহতের ঘটনা কিছুটা কমে এসেছে।

অন্যদিকে গণমাধ্যমকর্মী ও সাংবাদিক হত্যায় এবারো শীর্ষে ইরাক দেশটিতে ১৫ জন নিহত হয়েছেন। এরপরে আফগানিস্তান (১৩), মেক্সিকোতে (১১) জন নিহত হন। এছাড়া দুটি বিমান দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন।এর মধ্যে কলম্বিয়াতে ২০ ব্রাজিলীয় সাংবাদিক এবং সিরিয়াতে ৯ রাশিয়ান মিডিয়াকর্মী নিহত হন।

সূত্র: আইএফজে