হানজিং শিপিং কোম্পানির নিয়ন্ত্রণে থাকা ক্যালিফোর্নিয়ার লং বিচ টার্মিনালের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে জেনেভাভিত্তিক মেডিটারিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) সঙ্গে আলোচনা চলছে। হানজিনের দেউলিয়াত্ব তত্ত্বাবধানকারী সিউল আদালতের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।
লং বিচ টার্মিনাল পরিচালনাকারী টোটাল টার্মিনালস ইন্টারন্যাশনালে হানজিনের ৫৪ শতাংশ মালিকানা রয়েছে। বাকি ৪৬ শতাংশ মালিকানা রয়েছে এমএসসির নিয়ন্ত্রণে। হানজিনের মালিকানা বিক্রির আলোচনায় সহায়তার জন্য একটি বিদেশী পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে বলে ওই মুখপাত্র জানান।
হানজিনের দেউলিয়াত্ব পুরো শিপিং ইন্ডাস্ট্রিকেই নাড়া দিয়েছে। দক্ষিণ কোরীয় কোম্পানিটির মাথায় রয়েছে ৫৪০ কোটি ডলারের ঋণের বোঝা। আর্থিক সহায়তার ব্যাপারে ঋণদাতারা মুখ ফিরিয়ে নেয়ায় হানজিন বাধ্য হয়ে সিউল ও মার্কিন আদালতে দেউলিয়াত্বের আবেদন করে। ঋণ পরিশোধের তহবিল সংগ্রহের লক্ষ্যে এরই মধ্যে কোম্পানিটির বেশকিছু সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।