Search
Close this search box.
Search
Close this search box.

saudiহত্যার দায়ে সৌদি আরবে একজন যুবরাজের শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদে তুর্কি বিন সৌদ আল কবির নামের ওই যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানিয়েছে বিবিসি অনলাইন।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন বছর আগে রিয়াদে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে যুবরাজ সৌদ আল কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে মঙ্গলবার কোথায়, কখন যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

chardike-ad

বার্তা সংস্থা এএফপি জানায়, তিন বছর আগে যুবরাজ আদেল বিন সোলাইমান বিন আবদুল করিম আল মুহইমিদ নামের তাঁর এক সহকর্মীকে গুলি করে হত্যা করেন। ওই হত্যাকাণ্ডের পর রাজপরিবারের নিরাপত্তারক্ষীরা যুবরাজকে আটক করেন। এরপর রাজপরিবারের উপদেষ্টা পরিষদের সদস্যের অন্তর্ভুক্তিতে গঠিত এক তদন্ত দল এই হত্যাকাণ্ডের বিষয়টি পর্যালোচনা করে।

প্রাথমিক তদন্তে যুবরাজ দোষী সাব্যস্ত হওয়ার পর বিষয়টি সৌদি আরবের সাধারণ আদালতে পাঠানো হয়। সেখানকার বিচারক যুবরাজকে দোষী করে এক আদেশ দেন।

পরে আপিল বিভাগ ও উচ্চ আদালত সেই আদেশ জারি রাখেন। সর্বশেষ চলতি মাসে উচ্চ আদালতের রুলের বিষয়ে রাজকীয় আদালত বিশেষ আদেশ জারি করেন।

বিবিসি প্রতিবেদনে শুরুতেই সৌদি রাজপরিবারে এ ধরনের শিরশ্ছেদের ঘটনা একেবারেই অস্বাভাবিক বলে উল্লেখ করে। এ ছাড়া সংবাদমাধ্যমটি জানায়, যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে চলতি বছরে দেশটিতে ১৩৪ জনের শিরশ্ছেদ কার্যকর করা হলো।