স্যামসাং নোট ৭ ফোন বাজার থেকে তুলে নেওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় কোম্পানিটি। ২০১৭ সালের প্রথম প্রান্তিকেই সাউথ কোরিয়ান কোম্পানিটির আয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে তারা।
বছরের তৃতীয় প্রান্তিকে অতিরিক্ত ২৭০ কোটি ইউএস ডলারের সমপরিমাণের নেতিবাচক প্রভাবের আশঙ্কার কথা শুক্রবার জানায় তারা।
নোট ৭ এর ব্যর্থতায় স্মার্টফোন নির্মাণে বিশ্বের সববৃহৎ কোম্পানিটির মোট ক্ষতি ৫০০ কোটি ইউএস ডলার বলেও জানিয়েছে তারা।
হঠাৎ করেই ফোনে আগুন ধরে যাওয়ার অভিযোগে প্রথমে বাজার থেকে তুলে নেয়া হয় ফোনটি। পরে নতুন সংস্করণ ছাড়ার পরও একই সমস্যার কয়েকটি খবর পাওয়া যায়। যার ফলে ফোনটির উৎপাদনই বন্ধ করে দেয় তারা।