Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় আগামী ৮ ও ৯ অক্টোবর দুইদিনব্যাপী দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।  শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উইজংবুর’র শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে দক্ষিণ কোরিয়ার এই একমাত্র দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দুইদিনব্যাপী এই উৎসবে থাকছে সপ্তমি পূজা ও অষ্টমী পূজার অঞ্জলি প্রদানসহ আরুতি, গান, প্রশ্নোত্তরপর্ব, শংখধনি এবং উলুধ্বনি প্রতিযোগিতা।  উৎসবে পূজারী হিসেবে থাকবেন শ্রী যুক্ত গৌড় নটরাজ প্রভু।

chardike-ad

কোরিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান প্রধান অতিথি হিসেবে উৎসবে উপস্থিত থাকবেন। বিশেষ  অতিথি হিসেবে থাকবেন কোরিয়ার পার্লামেন্টের এমপি গুন জোং জং।  কোরিয়ার সকল প্রবাসীকে পূজা উৎসব উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।

14555615_875107795923131_52259386_n