Search
Close this search box.
Search
Close this search box.

army

অনেক বিদেশীর জন্য কোরিয়ার নাগরিকত্ব সোনার হরিণ হলেও প্রতিবছর হাজার হাজার কোরিয়ান তাঁদের নাগরিকত্ব ত্যাগ করছে। স‌মি‌রিক বা‌হিনীতে কা‌জ করা বাধ্যতামূলক হওয়ায় কোরিয়ানদের একটি গ্রুপ নাগরিকত্ব ছাড়ার মত সিদ্ধান্ত নিচ্ছে।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক সময়ে সাড়া জাগানো রাজনৈতিক দল পিপলস পার্টি জানিয়েছে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক প্রশিক্ষণ এড়াতে প্রতিবছর ৩হাজার ৪শ কোরিয়ান নাগরিকত্ব ত্যাগ করেছে। পিপলস পার্টির এমপি কিম জুং এর দেওয়া তথ্য অনুযায়ী ২০১২ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৭ হাজার ২২২জন কোরিয়ান নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ করেছে। নাগরিকত্ব ত্যাগকারীদের মধ্যে ৩১ জন সরকারী উচ্চ পদস্থ চাকরিজীবী পরিবারের সদস্য বলেও জানিয়েছে।

বর্তমা‌নে ১৮ থেকে ৩৫ বছর বয়সী সকল সুস্থ পুরুষ কো‌রিয়ান‌ নাগরিকদের বাধ্যতামূলকভাবে সাম‌রিক ব‌া‌হিনী‌র ২ বছর প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়। পিপলস পার্টি নাগরিকত্ব ত্যাগের ব্যাপারে সরকারের প্রতি কঠোর হওয়ার আহবান জানায় এবং একটি শক্তিশালী আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

ayon

 

এম আর এইচ অয়ন, সিউল থেকে।