Search
Close this search box.
Search
Close this search box.

ctg-associationদক্ষিণ কোরিয়ায় বসবাসরত চট্রগ্রাম প্রবাসীদের সংগঠন চিটাগাং এসোসিয়েশন অব সাউথ কোরিয়া’র নতুন কমিটি গঠিত হয়েছে। মেক্সিম চৌধুরী নতুন সভাপতি এবং মোহাম্মদ হাসান নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গতকাল সিউলের ইথেউওনে আলাদীন রেস্টুরেন্টে এক বার্ষিক সভায় উপস্থিত সদস্যেদের সম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ‘নতুনত্ব সৃষ্টির প্রত্যয়ে, আগামীর পথে’ এই শ্লোগানকে সামনে রেখে ৩১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ সভাপতি ফরিদ আলম হান, সহ সভাপতি ওমর ফারুক হিমেল, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান জাহিদ, সহ সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম টিটু, অর্থ সম্পাদক মোহাম্মাদ তারেক।

chardike-ad

মেক্সিম চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন ওমর ফারুক হিমেল ও নূর মোহাম্মদ। সভায় বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সাবেক সভাপতি জনাব আবুবকর ছিদ্দিক রানাসহ কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। সভায় সংগঠনটির সাবেক সভাপতি ইমাম হোসেন লি’কে বিশেষভাবে স্মরণ করা হয়।