Search
Close this search box.
Search
Close this search box.

glass bridgeঅবশেষে চলতি সপ্তাহেই চীনে দর্শনার্থীদের জন্য বিশ্বের উঁচু ও দীর্ঘতম কাঁচের ব্রিজ খুলে দেয়া হবে।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিজটি দুইটি পর্বতকে সংযুক্ত করছে যেটি অ্যাভাটার পর্বত (এখানে অ্যাভাটার ছবির শুটিং হয়েছিল)। এটি হুয়ান প্রদেশের ঝাঙজিয়াজিতে অবস্থিত।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে ৪৩০ মিটার লম্বা ও ভূমি থেকে ৩০০মিটার উঁচুতে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়। এটি নির্মাণে খরচ হয়েছে ৩.৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে।

chardike-ad

ব্রিজটিতে ৯৯টি প্যান ও তিন স্তরের স্বচ্ছ কাঁচ ব্যবহার করা হয়েছে। কর্মকর্তাদের ভাষ্যে, ছয় মিটার চওড়া এই ব্রিজটির নকশা করেছেন ইসরাইলের স্থপতি হাইম দোতান।

চীনে কাঁচের ব্রিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভয়ঙ্কর অভিজ্ঞতা নেয়ার সুযোগ করে দিচ্ছে এই ব্রিজ। এসব কাঁচের ব্রিজে ইয়োগা প্রদর্শনী ও বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে।

দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই ব্রিজটিতে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, একদিনে ব্রিজটিতে সর্বোচ্চ আট হাজার দর্শনার্থী যেতে পারবেন।