Search
Close this search box.
Search
Close this search box.

daewoo-shipbuildingতারল্য ঘাটতি মোকাবেলা ও দেনা পরিশোধে সহায়তা করতে দাইয়ু শিপবিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে স্বল্পমেয়াদি ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির প্রধান ঋণদাতা কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক (কেবিডি)। এর অংশ হিসেবে আগামী মাসের শুরুতে দাইয়ুকে ২০-৩০ হাজার কোটি উওন ঋণ দেয়া হবে। খবর ইয়নহাপ।

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে ৪০ হাজার কোটি উওনের দেনা পরিশোধের চাপের মুখে আছে কোম্পানিটি।

chardike-ad

আগামী মাসে অ্যাঙ্গোলার তেল কোম্পানি সোনানগলকে ১ লাখ কোটি উওনের দুটি ড্রিল শিপ সরবরাহ করবে দাইয়ু। এ ঘোষণার পরেই দাইয়ুকে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয় কেডিবি। নতুন ড্রিল শিপ দুটির সরবরাহ দাইয়ুর তারল্য সংকট মেটাতে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে আর্থিক মন্দাবস্থা ও দীর্ঘদিন ধরে তেলের দাম নিম্নমুখী থাকায় দাইয়ুসহ অন্য কোরিয়ান জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো লোকসান ও সরবরাহ আদেশের ঘাটতিতে ভুগছে।

বছরের প্রথম প্রান্তিকে দাইয়ু ৩১ হাজার ৪০ কোটি উওনের মুনাফা করলেও দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট লোকসান ছিল ১ লাখ ২২ হাজার কোটি উওন।