কোরিয়ার সকল শ্রমিকের প্রতি ঘন্টায় ন্যুনতম মজুরী হবে ৬৪৭০ উওন। বর্তমানে প্রতিঘন্টায় বেতন ৬০৩০ উওন। এর ফলে ন্যুনতম মজুরী এই বছরের তুলনায় ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বনিন্ম মজুরী কাউন্সিল জানিয়েছে এই ঘোষণার পর আগামী বছর থেকে সপ্তাহে ৪০ ঘন্টা কাজের হিসেবে কাজ করলে মাসে বেতন দাঁড়াবে ১৩লাখ ৫২ হাজার ২৩০ উওন। আগামী বছরের জানুয়ারী থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
কোরিয়ার সরকারের পক্ষে সর্বনিন্ম মজুরী কাউন্সিল গতকাল এই সিদ্ধান্ত নেয়। এর আগে কোরিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের সাথে কয়েকবার বৈঠক করে ব্যর্থ হয় মজুরী কমিশন। মালিকপক্ষ এই বছরের বেতন ধরে রাখার পক্ষে এবং শ্রমিকপক্ষ ঘন্টা প্রতি ১০হাজার উওন করার দাবি জানিয়ে আসছিল। শ্রমিকপক্ষ কয়েকমাস ধরে আন্দোলনও করে আসছিল। মালিকপক্ষের দাবি ন্যুনতম মজুরী বাড়ালে এর প্রভাব পড়বে কোরিয়ার অর্থনীতিতে।
উল্লেখ্য বিদেশী শ্রমিকদের ক্ষেত্রেও এই নীতি কার্যকর হবে।