Search
Close this search box.
Search
Close this search box.

download 1বাস ও ট্রেনে এক বিশেষ অ্যালার্ম চালুর পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসান। এই অ্যালার্মের গোলাপি আলোর ঝলকানি গর্ভবতী মহিলা যাত্রীর জন্য আসন ছেড়ে দিতে অন্যান্য যাত্রীদের প্রতি অনুরোধ জানাবে। ‘বিকন’ নামের এই ডিভাইসটি ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে কাজ করে।

যখন একজন গর্ভবতী মহিলা তার বিশেষ অ্যাপ্লিকেশনযুক্ত স্মার্টফোন সঙ্গে নিয়ে, অ্যালার্মের দুই মিটারের মধ্যে চলে আসে, তখন কাছাকাছি থাকা আসনের পাশে থাকা বাতি জ্বলে উঠবে।

chardike-ad

এ বছরের এপ্রিলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বুসান এবং খিমহে-এর পার্শ্ববর্তী শহরের মধ্যে চলে বেশ কয়েকটি ট্রেনে অ্যালার্মটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। একজন গর্ভবতী মহিলা চিহ্নিত করার পর ডিভাইসটি যাত্রীদের কাছ থেকে ব্যপক প্রশংসা অর্জন করে।

কারণ, ভালো করে না দেখলে অনেকক্ষেত্রে কোনও মহিলা গর্ভবতী কিনা বোঝা যায় না। ফলে জায়গাও ছাড়েন না  বসে থাকা যাত্রীরা। কিন্তু এই ব্যবস্থায় গর্ভবতী মহিলারা এই ডিভাইসের কাছে গেলেই জ্বলে উঠবে এই বাতি। ফলে জায়গা ছাড়তে বাধ্য হবেন বসে থাকা যাত্রীরা।

এই বছরের শেষ নাগাদ শহরে সমস্ত ট্রেন এবং বাসে এই প্রযুক্তি লাগানো হবে বলে জানা গিয়েছে।