Search
Close this search box.
Search
Close this search box.

বেলজিয়ামের রাজধানীতে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে চলতি সপ্তাহে আত্মঘাতী হামলা চালানো দুই ভাই সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষ জানতো এবং আমেরিকার সন্ত্রাসীদের তালিকায় তাদের নাম ছিল।

brযুক্তরাষ্ট্রের দুই অজ্ঞাত পরিচয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি টেলিভিশনের খবরে বৃহস্পতিবার বলা হয়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের তালিকায় ‘সম্ভাব্য সন্ত্রাসী হুমকি ’ হিসেবে ইবরাহিম ও খালিদ আল বাকরাউইয়ের নাম ছিল। তবে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের অনেকগুলো তালিকার ঠিক কোনটিতে তাদের নাম ছিল তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

chardike-ad

এ ব্যাপারে মন্তব্যের জন্য বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছিল। তবে সংস্থাটি কোন প্রতিক্রিয়া জানায়নি।

গত মঙ্গলবার ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর ও ম্যালবিক মেট্রো স্টেশনে (পাতাল রেল) ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। হামলার দায় স্বীকার করে আইএস। এক ঘণ্টার ব্যবধানে ঘটা ওই জোড়া হামলায় অন্তত ৩১ জন নিহত হয়। আহত হয় ২৭০ থেকে ৩০০ জন।