১১ বছর বয়সী গৃহকর্মী হ্যাপিকে পেটানোর দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাতের সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছিলেন বাদীপক্ষের আইনজীবী।
এবার বার্তা সংস্থা এএফপিকে এই কথা জানালেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শফিকুল রহমান। তিনি জানিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ৩৮ টেস্ট ও ৫১ ওয়ানডে খেলা এই ক্রিকেটার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের ১৪ বছরের কারাবাস বরণ করতে হবে।
আর সেটা প্রমানিত হয়ে গেছে বলে জানা গেছে। শফিকুর রহমান বললেন, ‘প্রাথমিক ভাবে, শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমানিত হয়েছে।’ একই অভিযোগে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে গত ১৩ সেপ্টেম্বর সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসনে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।