sharukh-sonকরন জোহরের হাত ধরেই বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন শাহরুখ খান। এবার একই পথে হাঁটতে যাচ্ছেন তারই ছেলে আরিয়ান খান। শোনা যাচ্ছে, বলিউডের গুণী নির্মাতা করন জোহরের হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হচ্ছে আরিয়ানের। করন নিজেই এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎরে করন জোহর বলেন, আমিই আরিয়ানকে পর্দায় নিয়ে আসব। আমি ছাড়া তাকে কেউ পর্দায় নিয়ে আসতে পারে না।

chardike-ad

নতুনদের অভিনয়ে নিয়ে আসার ক্ষেত্রে বলিউডে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন করন। তার পরিচালনায় ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’ ছবি দিয়ে পর্দায় অভিষেক ঘটে আলিয়া ভাট, সিদ্ধার্থ ও বরুণ ধাওয়ানের। এখন তাদেরকেই ভাবা হচ্ছে ভবিষ্যতের তারকা।

তার পরিচালিত বেশিরভাগই ছবিতেই শাহরুখ খান থাকার প্রসঙ্গে করন জোহর বলেন, শাহরুখ খানই তাকে পরিচালক হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন। পাশেও দাঁড়িয়েছিলেন। শাহরুখের মধ্যে অসাধারণ কিছু রয়েছে।

ইতোমধ্যেই বেশ পরিচিত হয়ে উঠেছেন আরিয়ান খান। বেশ কিছুদিন আগে অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে তার প্রেমের সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে। এরই সঙ্গে যোগ হলো আরিয়ানের অভিনয়ে আসার খবর।