californiaযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাগানে বিধ্বস্ত পিএ৩২ মডেলের ছোট উড়োজাহাজ থেকে পাঁচ আরোহীর মরদেহ উদ্ধার করেছেন দেশটির উদ্ধারকর্মীরা। এর আগে, রবিবার বেকারসফিল্ড থেকে ১০ মাইল দক্ষিণে ছোট এ উড়োজাহাজটি নিখোঁজ হয়। আজ সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, রোববার রেইড-হিলভিউ এয়ারপোর্ট থেকে হেন্ডারসন যাওয়ার পথে স্থানীয় সময় বিকেল ৪টার পর উড়োজাহাজটি রাডারে আর কোনো সিগন্যাল পাঠায়নি। পরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উড়োজাহাজ কর্তৃপক্ষ (এফএএ) একটি অ্যালার্ট নোটিশ জারি করে। উদ্ধার অভিযান শুরু হওয়ার তিন ঘণ্টা পর বিধ্বস্ত উড়োজাহাজটির খোঁজ মেলে। পরে সেখান থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনার তদন্ত করছে দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

chardike-ad