Search
Close this search box.
Search
Close this search box.

অনলাইন প্রতিবেদক, ৫ জুলাই ২০১৩:

২০১৪ সাল থেকে কোরিয়ার সকল শ্রমিকের প্রতি ঘন্টায় ন্যুনতম মজুরী হবে ৫২১০ উওন। বর্তমানে প্রতিঘন্টায় বেতন ৪৮৬০ উওন। কোরিয়ার সর্বনিন্ম মজুরী কাউন্সিল আজ শুক্রবার সকালে এই ঘোষণা দেয়। অনেক তর্ক বিতর্কের পর শ্রমিকদের সর্বনিন্ম মজুরী নিয়ে একমত হয় শ্রমিক সংগঠন, মালিকপক্ষ এবং সর্বনিন্ম মজুরী কাউন্সিল। গতকাল বৃহস্পতিবার সারাদিন আলোচনা শেষেও মতৈক্য না হওয়ার পর রাতেও গড়ায় শ্রমিকদের বহুত প্রতীক্ষিত এই সিদ্ধান্তের জন্য।

chardike-ad

imagesএই ঘোষণার পর আগামী বছর থেকে সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করলে মাসে ১০লাখ ৮০ হাজার উওন বেতন পাবেন শ্রমিকরা। শ্রমিকরা শুরু থেকেই ২১.৬ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। গতকাল শেষ পর্যন্ত ৭.২ শতাংশ বেতন বৃদ্ধিতে রাজি হল শ্রমিক সংগঠনগুলো।

সর্বনিন্ম মজুরী কাউন্সিল জানিয়েছে আগামী সপ্তাহেই ন্যুনতম মজুরির ব্যাপারে চুক্তি হবে এবং আগষ্টের ৫ তারিখের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চুক্তির বিস্তারিত জানাবে।

উল্লেখ্য বিদেশী শ্রমিকদের ক্ষেত্রেও এই নীতি কার্যকর হবে।