Search
Close this search box.
Search
Close this search box.

japan-peopleটোকিওর বিতর্কিত স্মৃতিসৌধ ইয়াসুকুনি’তে গত মাসের বিস্ফোরণে জড়িত সন্দেহে দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে গ্রেফতার করেছে জাপানের পুলিশ। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২৩ নভেম্বর টোকিওর ওই মন্দিরের কাছে একটি পাবলিক টয়লেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

chardike-ad

২৭ বছর বয়সী ওই হামলাকারী স্মৃতিসৌধে হামলার পর দ. কোরিয়ায় ফিরে যায়। পরে জাপানে ফিরে আসার পর তাকে গ্রেফতার করেছে টোকিও পুলিশ।

গত দেড়শ বছরে বিভিন্ন যুদ্ধে নিহত ২৫ লাখ জাপানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয় ইয়াসুকুনি স্মৃতিসৌধ। সত্তরের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকশ যুদ্ধাপরাধীকে সেখানে সমাধিস্থ করা হয়। এরপর এই স্মৃতিসৌধ নিয়ে বিতর্ক শুরু হয়। এই স্মৃতিসৌধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি আগ্রাসনের প্রতীক মনে করে চীন ও দক্ষিণ কোরিয়া।