Search
Close this search box.
Search
Close this search box.

ashrafulআগেই জানা গিয়েছিল বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এই বছরের আগস্টে এসে জানা যায় তার বিয়ের দিনক্ষণও।

১১ ডিসেম্বর বিয়ে করছেন তিনি। বৌভাত হবে ১২ ডিসেম্বর। সেই হিসেবে আর একদিন বাদেই মানে শুক্রবার আশরাফুলের বিয়ে। আর এর মধ্য দিয়ে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

chardike-ad

কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। গ্রামের বাড়ি ভৈরবে হলেও, সপরিবারে থাকেন ঢাকার এলিফ্যান্ট রোডে। দুই ভাই বোনের মধ্যে অর্চি বড়। তাঁর বাবা একজন ব্যবসায়ী।

বলে রাখা ভাল, ২০১৩ সালে বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে তিন বছরে আনা হয়, যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট।

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আশরাফুলের। ৬১ টেস্ট খেলে ২৭৩৭ রান সংগ্রহ করেন তিনি। এর মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান ৩৪৬৮। এর মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি।


## আগামীকাল আশরাফুলের বিয়ে

## যুক্তরাষ্ট্রে নতুন চমক দেখিয়ে ফের আলোচনায় আশরাফুল

## প্রভাকে পেতে পাগল আশরাফুল!

## শাস্তি কমলো আশরাফুলের

## রোজা রেখে ক্রিকেট খেলেন যে ৫ ক্রিকেটার

## যে তিন ক্রিকেটার কুরআনের হাফেজ

## ক্রিকেট ইতিহাসে অলস ৫ ক্রিকেটার