Search
Close this search box.
Search
Close this search box.

deathগলায় রশি পড়ে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে সাগর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মেহেরপুর জেলার গাংনী উপজেলায় আমতৈল গ্রামে এমন ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

মৃত সাগর আমতৈল গ্রামের দিনমজুর নুহু মিয়ার পালিত ছেলে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

chardike-ad

স্থানীয়রা জানায়, নুহু মিয়া ও রেহেনা খাতুন দম্পত্তি নি:সন্তান। ছয় বছর আগে সাগরকে দত্তক নেন তারা।

সাগরকে নিয়ে নুহু মিয়া ও রেহেনা দম্পত্তির সুখেই চলছিল সংসার। স্থানীয়রা জানিয়েছেন, খেলার সময় অসাবধানতার কারণে সাগরের মৃত্যু হয়েছে।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।