জিম্বাবুয়েকে বুধবার আবারো হারাল বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশের করা ২৭৬/৯ রানের জবাবে জিম্বাবুয়ে ২১৪ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ জয় পায় ৬১ রানে।
এর মাধ্যমে দলটিকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা। এটা ছিল বাংলাদেশের ১১তম হোয়াইটওয়াশের ঘটনা।
বাংলাদেশ প্রথম হোয়াইটওয়াশ পেয়েছিল ২০০৫-০৬ মওসুমে কেনিয়ার বিরুদ্ধে। তারপর থেকে একের পর এক ধবলধোলাই জয় পেয়েছে বাংলাদেশ।
কেনিয়া, স্কটল্যান্ড বা জিম্বাবুয়ে নয়, বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে।
নিউজিল্যান্ডকে দুবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।