old-tree১৩০০ বছরের পুরনো গাছ পাওয়া গেল মধ্য চীনের হুনান প্রদেশে। এটি টেক্সাস চাইনিস গাছ। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে এই গাছগুলো চীনে রয়েছে প্রায় ২৫ লাখ বছর ধরে।

এই গাছগুলো আকারে বড় হলেও, এর ফলের বীজ হয় কম সংখ্যক। এবং সেই বীজ থেকে নতুন গাছ জন্মানোর হারও বেশ কম। তাই যত দিন যাচ্ছে, সংখ্যায় কমছে এই গাছের পরিমাণ। যদিও স্থানীয় বাসিন্দারা তাদের সাধ্যমতো পরিচর্যা করেন এই গাছগুলোর।

chardike-ad

চলতি বছরে হুনান প্রদেশে গাছ গোনার সময়, পাওয়া যায় এই বিশেষ গাছটি। পরে বিশেষজ্ঞরা ভালো করে পরীক্ষা করে দেখে বলেন, যে এই বিশেষ গাছটির বয়স ১৩০০ বছরেরও বেশি।