স্ত্রীর চাকরিতে সায় নেই স্বামীর। এরপর আবার স্ত্রী বাসায় ফিরে অফিস সংক্রান্ত বিষয়ে তার বসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। ব্যাপারটা দেখে স্ত্রীর ওই বসের ওপর ক্ষেপেই ছিলেন স্বামী । আর সেই বসকে শায়েস্তা করতে বাক্সে করে জলজ্যান্ত সাপ পাঠিয়ে দিলেন ওই ভদ্রলোক। ভারতের ব্যাঙ্গালুরে সম্প্রতি এমনটাই ঘটেছে।
যার ঠিকানায় সাপটি পাঠানো হয়েছিল তার নাম কিথ ডি`সিলভা। তিনি ব্যাঙ্গালুরু বিদ্যুৎ বিভাগের প্রথম শ্রেণীর কর্মকর্তা। তিনি জানান, গত ১৩ অক্টোবর কুরিয়ার সার্ভিস থেকে তিনি একটি পার্সেল পান। বাক্সটি খোলামাত্রই তিনি এতে একটি সাপ দেখতে পান। পরে তিনি একটি খোলা মাঠে সাপটি ছেড়ে দেন। সাপের সঙ্গে বাক্সে একটি চিরকুটও ছিল। এতে তাকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল।
কিথ জানান, এ কাণ্ডটি যিনি ঘটিয়েছেন তার নাম দেবী প্রসাদ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন কিথ।
পুলিশ জানিয়েছে, উপযুক্ত প্রমানের ভিত্তিতেই অভিযোগ নথিভুক্ত করা হবে। সাপটি কাউকে না দেখিয়েই মাঠে ছেড়ে দিয়েছেন কিথ। আপাতত হুমকি সম্বলিত ওই চিরকুটের ভিত্তিতেই অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস