নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। একই কারণে বাংলাদেশে আসেনি দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও। এরপর পশ্চিমাদের জন্য যুক্তরাজ্যের সতর্কবার্তা বাংলাদেশের ক্রিকেটকেই ফেলে দিয়েছে হুমকির মুখে।
সম্প্রতি সংবাদমাধ্যমে চাউর হয়েছিল, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে রোববার সব শঙ্কা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশেই হবে।
২০১৬ সালের ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে যুবাদের এই বিশ্বকাপ।