Search
Close this search box.
Search
Close this search box.

indian-tv-channelআবারও অ্যাডাল্ট (প্রাপ্তবয়স্কদের) সিনেমা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো। প্রায় ১০ মাস বন্ধ থাকার পর বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো চ্যানেলগুলো।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান পাহলাজ নিহালানি গণমাধ্যমকে জানিয়েছেন, সার্টিফিকেট আছে এমন ফিল্ম টেলিভিশনে দেখানোর ক্ষেত্রে কিছু কাটছাঁট প্রয়োজন। কাটছাঁটের বিষয়টি মুভির প্রযোজকদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা নিজেরা স্বেচ্ছায় এ বিষয়ে যা করার করবেন। প্রযোজক ও সম্প্রচার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

chardike-ad